কুমারখালী পৌর নির্বাচন পরবর্তী এমপি জর্জ র সাথে নয়টি ওয়ার্ডের মতবিনিময় সভা
মোঃ সবুজ হোসেন / কুমারখালী
কুষ্টিয়া কুমারখালীর পৌরসভার ৯টি ওয়ার্ডের নির্বাচন-পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুমারখালী উপজেলা পৌরসভার নয়টি ওয়ার্ডের সাধারণ মানুষের চাওয়া, পাওয়া এবং দাবিকে সামনে রেখে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকাবাসী এবং জনপ্রতিনিধিদের পক্ষ থেকে ওয়ার্ড গুলোর রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থাসহ পুনরায় সংস্কারসহ বেশ কিছু দাবি উপস্থাপন করেন।
গতকাল (০২ ফেব্রুয়ারি ২০২১) মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পৌর আওয়ামীলীগের আয়োজনে, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান নিপুনের সভাপতিত্বে পাবলিক লাইব্রেরী এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, বিশেষ অতিথি ছিলেন পৌরসভার কাউন্সিলর বৃন্দ।
এছাড়া কুমারখালী উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক রিস্তাক করিম, শিলাইদহ ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন খান তারেক, যুবলীগের সভাপতি হারুন অর রশীদ হারুন , যদুবয়রা ইউপি চেয়ারম্যান মো. শরিফুল আলম, কুমারখালী পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজাহান আলী মোল্লা, রানা টেক্সটাইল এর স্বত্বাধিকারী মাসুদ রানা, পান্টি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামিউর রহমান সুমন মিয়া সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।