কুমারখালী সদকী ইউনিয়ন পরিষদে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মোঃ সবুজ হোসেন ঃ
কুষ্টিয়ার কুমারখালীতে সদকী ইউনিয়ন পরিষদ উদ্যোগে দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(০২ ফেব্রুয়ারি ২০২১) সকলের দিকে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কম্বলগুলো বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মীনা, মহিলা পরিষদের রোজী সহ ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ উপস্থিত অতিথিবৃন্দ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ বলেন, ইউনিয়ন পরিষদ উদ্যোগে এক দুদিন পর পর বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।