শোক সংবাদঃ দিনাজপুরের জাসদ নেতা তৈমুর আর নেই।
জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিগত দিনে কয়েক মেয়াদে কেন্দ্রীয় কমিটির সদস্য, দিনাজপুর জেলা কমিটির সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধে দেরাদুনে বিএলএফ প্রশিক্ষন ক্যাম্পের অন্যতম প্রশিক্ষক প্রবীন জাসদ নেতা এড. তৈমুর রহমান রহমান গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৯-৪০টায় দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন(ইন্না…রাজেউন)। তিনি গত রবিবার মারাত্মক হার্ট এটাকে আক্রান্ত হলে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সিসিইউ’তে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে আইসিইউ’তে লাইফ সাপোর্টে দেয়া হয়েছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন-গুণগ্রাহী ও সহযোদ্ধা রেখে গিয়েছেন।
আগামীকাল বুধবার দুপুর ২টায় সারদেশ্বরী হাই স্কুল মাঠে তার জানাজাশেষে সোনাপীর কবরস্থানে দাফন করা হবে।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক শোকবার্তায় দীর্ঘদিনের সহযোদ্ধা জাসদ নেতা এড. তৈমুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-সহযোদ্ধাদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং দিনাজপুর জেলায় জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, জেলা কমিটির সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য, কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসাবে জীবনের শেষ দিন প্রয়াত এড. তৈমুর রহমান দেশ ও জাতির জন্য দেশপ্রেম, সততা, সাহস ও সংগ্রামী চেতনা ধারণ করে যে রাজনৈতিক ভুমিকা ও অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা প্রয়াত তৈমুর রহমানের প্রতি দলের পক্ষ থেকে সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন।
জাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক গোলাম মারুফ মনা ও কুমারেশ রায়, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ রাজিউর রহমান বাবুল প্রয়াত নেতা এড. তৈমুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল বুধবার সকালে দিনাজপুর পৌঁছাবেন। তারা প্রয়াত নেতা কফিন দলীয় পতাকায় মুড়ে দিবেন এবং পুষ্পস্তবক অর্পণ করে তাঁর শেষকৃত্যে অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় এই প্রতিনিধি দল প্রয়াত নেতার বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কিছু সময় কাটাবেন এবং তাদের সমবেদনা জানাবেন।