পৌরসভার কোন মানুষ শীতে কষ্ট পাবে না…মেয়র টুটুল।
আদিবাসীর মাঝে কম্বল বিতরণ করলেন মেয়র আনোয়ারুল কবির টুটুল।
ভেড়ামারা পৌরসভার নব নির্বাচিত জননন্দিত মেয়র আনোয়ারুল কবির টুটুল ও কবি আমেনা খানম হীরা
আজ বৃহস্পতিবার সকালে
ভেড়ামারা কাঠেরপুল আদিবাসী পাড়ায় শীতার্ত অসহায় আদিবাসী সমাজের সবার মধ্যে কম্বল বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, পৌর সাধারণ সম্পাদক আবু হেনা কামাল মোঃ মোস্তফা বকুল, মোকারিমপুর ইউনিয়ন’র চেয়ারম্যান প্রার্থী বেনজীর আহমেদ বেনু, ৮নং ওয়ার্ড জাসদের সভাপতি নবীর মেম্বার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সহ সভাপতি সোবহান মিলিটারী, সুলতান হাসানসহ অনেকে।