কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছেছে ১হাজার ১২ টি ডোস করোনা টিকা
মোঃ সবুজ হোসেন ঃ
কুষ্টিয়ার কুমারখালীতে করোনা ভাইরাসের ১ হাজার ১২ পিছ এ্যাম্পল পৌঁছেছে। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি এ্যাম্বুলেন্স যোগে এ ভ্যাকসিন এসে পৌঁছায়।
এসময় সেখানে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আকুল উদ্দিন ভ্যাকসিনগুলো বুঝে নেন। পরে ভ্যাকসিনগুল সংরক্ষণাগারের ফ্রিজে রাখা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান, পৌরমেয়র মো. সামছুজ্জামান অরুন, সহকারী কমিশনার (ভূমি) এমএ মুহাইমিন আল জিহান।
আগামী ৭ ফেব্রুয়ারি হাসপাতালে বিনামূল্যে ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম শুরু করা হবে। ১টি এ্যাম্পল থেকে ৯ জনকে টিকা দেয়া যাবে বলে জানা যায়।