কুমারখালীতে অটো চোর চক্রের আপন দূই ভাই গ্রেফতার
মোঃ সবুজ হোসেনঃ
কুষ্টিয়া কুমারখালীতে আন্তঃজেলা অটো চোর চক্রের সদস্য আপন দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ ।
গত বুধবার পাবনা আটঘরিয়া থেকে অটোরিকশা ভাড়া করে ঈশ্বরদীর উদ্দেশ যাওয়ার কথা বলে পথের মধ্যে অটোরিকশা চুরি হয়। এর পরিপ্রেক্ষিতে আটঘরিয়া থানায় একটি মামলা করে ভুক্তভোগী অটোর মালিক সানজাহান আলী।
অটোরিকশাটি চুরি করে, কুমারখালী উপজেলা দয়রামপুর কারিগর পাড়া মৃত আবু বক্কর দুই ছেলে আমিরুল ইসলাম(৩০) ও জাহিদুল ইসলাম(২৮)।
বৃহস্পতিবার (৪ফেব্রুয়ারি ২০২১) পাবনা আটঘরিয়া থানার এস আই নাসির উদ্দিনের নেতৃত্বে কুমারখালী থানা পুলিশের অভিযানে কনস্টেবল শাহিন ও চৌকিদার নিমাই এর সহযোগীতায় আন্তঃজেলা চোর চক্রকে ধরতে সক্ষম হয়। তাদের কাছ থেকে ১ টি চোরাই ব্যাটারিচালিত অটোরিক্সা উদ্ধার করা পুলিশ।
আটঘরিয়া থানার এস আই নাসির উদ্দিন জানান, আন্তঃজেলা অটো চোর চক্ররা আপন দূই ভাই, অটো চুরি সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত । তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলা ও থানায় মামলা আছে।
কুমারখালী থানার ওসি মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দয়রামপুর কারিগর পাড়া থেকে মৃত আবুবক্কর ব্যাপারি ছেলে আমিরুল ও জাহিদুল আপন দুই ভাইকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তির সূত্র ধরে রাজবাড়ী শহরে অভিযান চালিয়ে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়।
অটোরিকশার মালিক পাবনা আটঘরিয়া আবুল খালেকের ছেলে সানজাহান আলী, পাবনা আটঘরিয়া থানায় বাদী হয়ে বুধবার একটি মামলা করেন, মামলা নং (৪)।