মোকারিমপুর ইউনিয়ন জাসদের নির্বাচন প্রস্তুতির বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত
আসন্ন ইউপি নির্বাচন কে সামনে রেখে মোকারিমপুর ইউনিয়ন জাসদের উদ্যোগে
জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ বেনু’র নির্বাচনী প্রস্তুতির কর্মী সভা গোলাপনগর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতির কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
কেন্দ্রীয় জাসদের সফল সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জননায়ক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন।
বিশেষ অতিথি উপজেলা যুবজোট’র সহ সভাপতি ও নব নির্বাচিত জননন্দিত পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল।
মোকারিমপুর ইউনিয়ন জাসদের সভাপতি এডঃ তানজিলুর রহমান এনাম’র সভাপতিত্বে আজ শুক্রবার বিকালে নির্বাচনী প্রস্তুতির বর্ধিত কর্মী সভায় বক্তব্য রাখেন, জাসদের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মশালের কান্ডারী ইউনিয়ন জাসদের সহ সভাপতি সাবেক সফল চেয়ারম্যান জননেতা বেনজীর আহমেদ বেনু।
উপস্থিত ছিলেন,
জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়,
উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা,
সাধারণ সম্পাদক এসএম আনছার আলী,
জেলা কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, জাসদের সাবেক সভাপতি নবীরউদ্দিন,
পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা কামাল মোঃ মোস্তফা বকুল।
ইউনিয়ন জাসদের ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক,কর্মী, সমর্থকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জননেতা আলহাজ্ব আব্দুল আলিম স্বপন বলেন, মোকারিমপুর ইউনিয়ন নির্বাচনে মশালের কান্ডারী, ইউনিয়ন জাসদের সহ সভাপতি চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান জননেতা বেনজীর আহমেদ বেনু কে
জয়ী করতে আজ থেকেই প্রস্তুতি নিতে হবে।
মানুষ দুঃশাসন, দলবাজি থেকে মুক্তি চাই ইউনিয়নবাসি পরিবর্তন চাই, তাই এখন থেকেই সকলকেই ঐক্যবদ্ধ করতে ওয়ার্ড, গ্রাম, বাড়ি, বাজার সমস্ত জায়গায় যেতে হবে। ভোট চাইতে হবে সমস্যা তথা দুর্নীতি, অপশাসন, অদক্ষতা, দুর্ভোগের কথা তুলে ধরতে হবে। তাহলেই পৌরসভার মত এখানেও জয়ী হওয়া সম্ভব হবে।
প্রচারে সর্বাধিক গুরুত্ব দিয়ে এখনই মাঠে নেমে পড়তে নেতা-কর্মীদের তিনি নির্দেশনা দেন ।