কুষ্টিয়া জেলা প্রসাশককে বিদায় সংবর্ধনা
কুষ্টিয়া জেলা প্রসাশক মো. আসলাম হোসেনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে শনিবার ২টায় কুষ্টিয়া নব নির্মিত রোজ হলিডে পার্ক এন্ড রিসোর্ট সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি গাজী মাহবুব রহমানের সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বিদায়ী জেলা প্রসাশক আসলাম হোসেন। প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃনাল কান্তি দে, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) লুৎফুন নাহার, জেলা প্রসাশক মো. আসলাম হোসেনের স্ত্রী জাকিয়া সুলতানা। দৈনিক সমকাল ও চ্যানেল ডিবিসি নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন রানা।
দৈনিক প্রথম আলোর কুষ্টিয়া জেলা প্রতিনিধি তৌহিদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু। সংবর্ধনা অনুষ্ঠানে কুষ্টিয়া প্রেসক্লাবের সকল সদস্যসহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।