হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,মহান স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির জনকের আত্মার মাগফিরাত কামনা করে ১৫ই আগস্ট বিকেলে লালনশাহ সেতু সংলগ্ন গোলচত্বর এলাকায় এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বাহিরচর ইউনিয়ন যুবলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী রতন আলী প্রামানিকের উদ্যোগ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,
বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আরা সিদ্দিক, বাহিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহমত উল্লাহ, আওয়ামীলীগ নেতা শরিফুজ্জামান নবাব, জামিল সিদ্দিক রাসেল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ
সহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।