নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে শৈলকুপার হাটফাজিলপুর বাজারে নির্বাচনী জনসভা
এইচ,এম ইমরান :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বুধবার বিকালে হাটফাজিলপুর বাজার সংলগ্ন এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী শেফালী বেগমের পক্ষে নির্বাচনী জনসভায় হাজারো নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত হয়।
জনসভায় আবাইপুর, বগুড়া ও নিত্যানন্দনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা হাজারো কর্মী সমর্থক ও নেতা-কর্মীদের নৌকার স্লোগানে জনসভা প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনে সংসদ সদস্য আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ার্দার, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, এ্যাডভোকেট ইসমাইল হোসেন (পিপি), শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মতিয়ার রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী, নায়েব আলী জোর্য়াদার, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি স,ম, রানাউজ্জামান বাদশা, উপজেলা যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্লা, সাধারন সম্পাদক শামিমার রশিদ শামীম, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, আবাইপুর ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস, সাবেক চেয়ারম্যান মুক্তার আহমেদ মৃধা, আমজাদ মোল্লা, উপজেলা যুবলীগের সহ সভাপতি শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, আসাদুজ্জামান ভুট্টো, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাজীব বাহাদুর, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাওন শিকদারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা, আগামী ২৮ ফেব্রুয়ারী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।