ওয়েস্টার্ন কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন।
খেলাধুলার মধ্যে থাকলেই হতাশাও মাদক মুক্ত যুবসমাজ গড়ে উঠবে।
আমিও চাই বেশী বেশী খেলাধুলা হোক। আমি অতীতে যেমন সহযোগিতায় ছিলাম, আগামীতেও খেলাধুলায় সার্বিক সহযোগিতা দিয়ে তরুণ ও যুব সমাজের পাশে থাকবো………… ক্রীড়াপ্রেমিক ও জননন্দিত মেয়র আনোয়ারুল কবির টুটুল।
ভেড়ামারা ওয়েস্টার্ন স্পোর্টিং ক্লাব’র আয়োজনে
ওয়েস্টার্ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রিকেট টুর্নামেন্ট খেলা উদ্বোধন করেন,
ভেড়ামারার নব নির্বাচিত জননন্দিত পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌস,
ভেড়ামারা সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াছির আরাফাত, ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শাহাজাহান কবির (আসাদুল)
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,
ওয়েস্টার্ন স্পোর্টিং ক্লাবের সভাপতি ও কাউন্সিলর আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন
সুলতান হাসান, রতন ঘোষ
মাহাবুব হোসেন কবিরসহ অনেকে।
এর আগে টুর্নামেন্টের আয়োজকরা অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এরপর অতিথিরা ফিতা ও একগুচ্ছ বেলুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা পর্ব সম্পন্ন করেন। খেলা শুরুর পূর্বে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় দুদলের খেলোয়াড় সহ সকলেই জাতীয় সংগীতের সুরে সুর মেলান।
এরপরই দুই দলের খেলোয়াড়রা ব্যাট বল নিয়ে মাঠে প্রবেশ করেন।
খেলাটি স্পন্সর করছেন একে সুপার শপ।