মা
জুবাইদ ইসলাম
হাজারো ফুলের বাহারি সুবাসে ভরিয়ে দিয়েছেন,
মা জননী সন্তানের জীবনের তরে।
স্বয়ং স্বপ্নকে বিসর্জন দিয়েছেন নাড়ি ছেঁড়া সম্পর্কে টানে,
লাখো শুকরিয়া তাহারি কাছে যিনি
আমাকে একজন আদর্শ মা দান করেছেন
তিনি বিদ্বান যে নই তাহিতেও রয়েছে ভুল–
মাগো তোমারি হাতে, হাত রেখে পুঁতেছি শিক্ষার বৃক্ষমূল।
খ্যাতিমান নন্দিনী তুমি তোমার রুপের হয়না তুলনা,
মাগো তোমার কোন গুণের ঘাটতি রাখেননি মহান বিধাতা।
যদি মাগো তুমি বাড়ি না থাকো একটি বেলা
শুধু মনে হয় বাড়ি কেন আজ ফাঁকা
তবে তোমার চিরন্তনে নির্ধণের সময় ফাঁকা হবে বাড়ি ––
থামবেনা চোখের অশ্রু, ভরে যাবে দীঘি।
সর্বদা করুণা মাত্র বিধাতার তরে,
মাগো তোমার নিধনের আগে
মোর যেন মরণের ডাক আসে।
নইতো শহিবো কেমনে নরকীয় যন্ত্রনা,
ভস্ম হয়ে যাব দুনিয়ার বুকে থাকিয়া