Romantic poem
মনোব্যাংক
লেখক
জুবাইদ ইসলাম মাহি
বসন্তের আকাশে ঘুড়ি উড়িয়ে কখন বুঝি বন্দী, করেছি তোমার মনকে আমার মনোব্যাংকে।
সুন্দর পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েকে ভালো বেসেছি মহা বসন্তের কালে।
সুখময় পাখি মিষ্টি গানে সূরে ফুলের বাগিচায় তোমায় দেখেছি প্রথমো যৌবন কালে।
সে-ই তুমি আমার হাজারো কবিতার ছন্দের রাণী ♛
তুমি তো সেই পর্দশীল নারী,
যাকে দিয়েছি আমার মনোব্যাংকের দরজার চাবিখানী।
তুমি আমার সেই সহধর্মিণী,
যার কাছে বন্দী রয়েছে আমার মনোব্যাংকটি।
তুমি আমার লেখা উপন্যাসের শেষ পাতা,
তোমার জন্য চির তরে খোলা রবে মনোব্যাংকের তালা ——-……..