জীবননগরে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী হাজেরা বেগম আনছারবাড়ীয়া থেকে গ্রেফতার।
চুয়াডাঙ্গা,জীবননগর থানার অফিসার ইনচার্জ জানাবঃমোঃ সাইফুল ইসলামের নির্দেশনায় এস.আই তাইফুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় মহিলা ফোর্স সহ গত ১৯ /০২/২০২১ রোজ শনিবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলাধীন আন্দুলবাড়ীয়া ইউনিয়নের জিয়ার মামলার ৫০/১৬ এবং দায়রা- ৪৭০/১৬ এর মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী আনছারবাড়ীয়া গ্রামের স্বামী মোঃ ওমেদুলের স্ত্রী মোছাঃ হাজেরা বেগমকে নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন সঙ্গীয় মহিলা ফোর্স সহ, এস.আই তাইফুজ্জামান । থানা সুত্রে জানা যায় গ্রেফতারকৃত আসামী হাজেরা বেগমকে আজ সকালে জেল হাজতে প্রেরণ করেন।