‘মুক্তিযুদ্ধের চেতনায় জেগে থাকো বাংলাদেশ’ শ্লোগান কে সামনে রেখে-
কবিসংসদ বাংলাদেশ আয়োজিত
‘বিশ্বব্যাপী বঙ্গবন্ধুর আদর্শে জাগ্রত বাঙালী’
২২ তম
“বঙ্গবন্ধু কবিতা উৎসব”
উপলক্ষে “কবিতা উৎসব” ও আলোচনা সভা আজ শনিবার বিকাল ৩টায় মেহেরপুর শিল্পকলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
২২ তম বঙ্গবন্ধু কবিতা উৎসব’র আহবায়ক কবি আমেনা খানম’র সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কবিতা উৎসব কেন্দ্রীয় কমিটির অাহ্বায়ক কবি শাফিকুর রাহী,
উদ্বোধক ছিলেন, কবি সংসদ বাংলাদেশ এর উপদেষ্টা ছড়াকার এম এ মঞ্জু,
প্রধান আলোচক ছিলেন, বঙ্গবন্ধু কবিতা পরিষদের সদস্য সচিব কবি তৌহিদুল ইসলাম কনক,
স্বাগত বক্তব্য রাখেন,
কবি সংসদ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক কবি আমিনুল রানা,
বিশেষ অতিথিঃ
ভেড়ামারা পৌরসভার নব নির্বাচিত জননন্দিত মেয়র আনোয়ারুল কবির টুটুল,
কথা সাহিত্যিক রফিকুর রশিদ,
কবি আসাদ কাজল, ছড়াকার মালেক মাহমুদ,
কবি বাপ্পী সাহা,
কবি ওয়ালি জসিম।
এছাড়াও কবি সাহিত্যিক ও ছড়াকার উপস্থিত ছিলেন।
আলোচনার সাথে বঙ্গবন্ধু কে নিয়ে কবিতা আবৃত্তি।