দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে দেড় কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রী দুই জনাই গ্রেফতার।
চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলায়, দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান, ১ কেজি ৫ শতগ্রাম গাঁজা সহ স্বামী ও স্ত্রীকে হাতেনাতে আটক করেছে দর্শনা থানা পুলিশ। চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাবঃ মোঃজাহিদুল ইসলামের নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহাবুবুর রহমান কাজলের নেতৃত্বে গত ২১/০২/২০২১ রোজ রবিবার সকাল সাড়ে ৬টার সময় দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে । দর্শনা থানার অফিসার এস আই সাইফুল ইসলাম,এ.এস আই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স সহ দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের বুুইচিতলা বাজার পাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দর্শনা থানাধীন বুুইচিতলা বাজার পাড়া গ্রামে জনৈক আবুল কাশেময়ের বসত বাড়ীতে অভিযান চালিয়ে ১কেজি ৫শত গ্রাম গাঁজা উদ্ধার করেন দর্শনা থানা পুলিশ, এবং স্বামী স্ত্রী দুইজনকে গ্রেফতার করেন দর্শনা থানা পুলিশ।
আটককৃত আসামিরা হলেন দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের বুুইচিতলা বাজার পাড়ার মৃত ইকলাস মন্ডলর ছেলে কাশেম (৫০) এবং একই গ্রামের আবুল কাশেমের স্ত্রী নাজমা খাতুন ৪৫ কে গ্রেফতার করেন।দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল বলেন আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজূ করা হচ্ছে।