কেন্দ্রীয় জাসদ’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন’র বিবৃতি
কেন্দ্রীয় জাসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা কমিটির সফল সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন বলেছেন, রাজনৈতিক বিবেচনা নয়, অপরাধীদের মাধ্যমে সংঘটিত অপরাধের ধরন বিবেচনা করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে। তিনি আরও বলেন, যারা অপরাধীদের গায়ে রাজনৈতিক তকমা লাগাতে চায়, তারা মূলতঃ প্রকৃত অপরাধীদের আড়াল করে মূল ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।
আলহাজ্ব আব্দুল আলীম স্বপন সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন
ভেড়ামারা পৌর এলাকায় প্রবাসীর গৃহবধূর সাথে সংঘটিত অমানবিক নির্যাতনের যথাযথ তদন্তপূর্বক ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য।