প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গৃহীত বীরমুক্তিযোদ্ধাদের প্রতি পদক্ষেপকে স্বাগত জানিয়ে ভেড়ামারা মুক্তিযোদ্ধা সংসদ’র স্বাগতম সভা।
জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গৃহীত বীরমুক্তিযোদ্ধাদের প্রতি পদক্ষেপকে ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে উপজেলা অডিটরিয়ামে আজ মঙ্গলবার সকালে স্বাগতম সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার এডঃ আলম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ ইয়াছির আরাফাত, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজালাল,
উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলীসহ অনেকে।