বন্ধুর জন্য ভালোবাসা…
ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-৮৮ এর পক্ষ থেকে ব্যাচের সদস্য সদ্য প্রয়াত শহিদুল ইসলাম শহীদ’র প্রতি বন্ধুত্বের ভালোবাসা স্বরূপ তার পরিবারকে ঘর তৈরি করে দিয়েছেন। আজ বুধবার সকালে তার মায়ের হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়।
এ মহতী উদ্যোগের জন্য ব্যাচ ৮৮ কে আন্তরিক ধন্যবাদ জানিয়ে চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা পৌরসভার মেয়র ও জাতীয় যুবজোট’র(জাসদ)সহ সভাপতি আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, প্যানেল মেয়র ও কাউন্সিলর নাইমুল হকসহ অনেকে।
উল্লেখ্যঃ ৮৮ব্যাচের সদস্য শহীদ ছিলেন প্রচন্ড মেধাবী কিন্তু দুভাগ্য মাঝে মধ্যে মানসিক সমস্যায় ভুগতে থাকে। এজন্য চাকরি করার সুযোগ হয়নি। বেকার জীবন কোন রকম চললেও মাথা গোজার ঠাই হয়ে পড়ে বসবাস অযোগ্য। ৮৮ ব্যাচের বন্ধুরা বন্ধু সহিদের ঘর নির্মাণ করার ব্যবস্থা করেন নির্মাণ হতে থাকে পাকা ঘর। ঘর নির্মাণ শেষ দিকে বন্ধুর না ফেরার দেশে চলে যাওয়া।
এখন সে ঘরের চাবি সহিদের বৃদ্ধ মাকে দেওয়া হয়।