ভেড়ামারা কলেজ বাজারের বিশিষ্ট পাইকারী মুদি ব্যবসায়ী, মেসার্স রহমান মুদি স্টোরের স্বত্বাধিকারী মোঃ আব্দুর রহমান ওরফে রহমান গত রাত ৮ টার সময় তার নিজ বাস ভবনে করোনা জনিত উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। তার মুতূতে ভেড়ামারার ব্যবসায়িক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আব্দুর রহমান ভেড়ামারা উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক আব্দুর রবের সহোদর। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার বাড়ি ভেড়ামারা শহরের রথপাড়া গ্রামে।আজ সকাল ৯ টার সময় হিড়িমদিয়া কবরস্হানে তার নামাজে জানাজা শেষে দাফন ক্রিয়া অনুষ্ঠিত হয়।করোনা কালীন সময়ে সীমিত মুসল্রীদের উপস্হিতিতে নামাজে জানাজা সম্পন্ন হয়। নামাজে জানাজায় উপস্হিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সম্মানীত মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, প্যানেল মেয়র ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস,৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাইমুল হক, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খসরুজ্জামান ফারুক ও ভেড়ামারা প্রেসক্লাবের প্রতিনিধি সাংবাদিক রাসেল আহমেদ প্রমুখ।