চুয়াডাঙ্গায় সিনজেন্টার ডিলার ও সার ব্যাবসায়ী আলম সাধুর নিচে পড়ে নিহত
চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলা ৪ নং কুড়ুলগাছি ইউনিয়নের হরিচন্দ্রপুর গ্রামের (নতুনগ্রামের) মৃত আব্দুস সাত্তার বিশ্বাসের মেজো ছেলে,ও রাজ্জাক বিশ্বাসের ভাইপো, ধানের বস্তা বোঝায় মাথায় নিয়ে আলম সাধুর নিচে পড়ে সিনজেন্টা কোম্পানির ডিলার,ও সার ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম নিহত হয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দৈনিক “আন্দোলনের ডাক” এর পক্ষ থেকে জানাই মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করি,এবং শোকসন্তপ্ত পরিবারের পতি সমবেদনা জানাই, আল্লাহ যেন ওনাকে জান্নাত বাসি করেন,আমিন।