জীবননগর থানার মাদক বিরোধী অভিযানে মনোহরপুর বাসস্ট্যান্ডে গাঁজা সহ আটক ১জন।
জীবননগর থানার মাদক বিরোধী অভিয়ানে মনোহরপুর বাসষ্ট্যান্ডে গাঁজা সহ আনারুল নামে এক ব্যাক্তি কে আটক করেন। গত ০৩/০৩/২০২১ রোজ বুধবার জীবননগর থানার অফিসার ইনচার্জ জানাবঃ মোঃ সাইফুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এস.আই আমির হোসেনের নেতৃত্বে এ.এস.আই মিজানূর রহমান,এ.এস.আই আব্দুস ছালাম,এ.এস.আই সোহেল রানা সঙ্গীয় ফোর্স সহ মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর বাসষ্ট্যান্ডে আনুমানিক সকাল সাড়ে এগারোটার সময় কে.ডি.কে ইউনিয়নের কাশিপুর বাজার পাড়ার আনারের ছেলে আনারুলের কাছে থাকা ০৭ গ্রাম গাঁজা সহ মনোহরপুর বাসষ্ট্যান্ড হইতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী আনারুল অত্র গ্রামের একজন পেশাদার গাঁজা ব্যাবসায়ী। থানা সুত্রে জানা যায় আনারুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা সহ জেল হাজতে প্রেরণ করেন।