চুয়াডাঙ্গা জয়রামপুর চৌধুরী পাড়ায় পানের বরজে আগুনে পুড়ে শেষ হওয়াই দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার পক্ষ থেকে অর্থ প্রদান।
চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলাধীন হাউলী ইউনিয়নের জয়রামপুর গ্রামের চৌধুরীপাড়ার মৃত আবু তালেব মন্ডলের ছেলে শফিকুল ইসলামের ১০ কাঠা জমির পান বরজ আগুন লেগে পুড়ে যায়। কৃষক শফিকুলের একমাত্র অবলম্বন পানের বরজ পুড়ে ছাই। গত০৬/০৩/২০২১ রোজ শনিবার দুপুরের দিকে আকস্মিকভাবে আগুন লেগে ১০কাটা পানের বরজ পুড়ে যায়। এক দিকে তার একটি মেয়েও প্রতিবন্ধী অনেক কষ্টের মধ্য দিনযাপন করেন। এর মধ্য আবার যেটি সম্বল ছিলো যার মাধ্যমে এক মুটো লবণ ভাত সন্তানদের মুখে তুলে দিতেন সেটিও আজ নিঃশ্ব্য হয়ে গেলো।গত ০৬/০৩/২০২১ রোজ শনিবারে আগুনে পুড়ে নিঃশ্বেষ হয়ে গেছে তার স্বপ্ন।এখন তার চোখ মুখে শুধু কষ্টের ছাপ নিয়ে তাকিয়ে আছে তার পানবরজের দিকে আজ রবিবার দুপুরের দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের পক্ষ থেকে শফিকুল ইসলামকে দশ হাজার টাকা অর্থ সহায়তা তুলে দেন দামুড়হুদা উপজেলার সু-যোগ্য নির্বাহী অফিসার দিলারা রহমান।
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা পিআইও জনাব আশরাফুল ইসলাম, দামুড়হুদা নাজির ওমর ফারুক।