চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন।
আজ ৭ই মার্চ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধা নিবেদন করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জানাবঃ মোঃ জাহিদুল ইসলাম। আজ রবিবার সকাল সাড়ে ৭ টার সময় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষে থেকে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ করেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন।
৭ই মার্চ এক ঐতিহাসিক মাস বাঙালি জাতির জন্য, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। মুক্তিপ্রেমী লক্ষ লক্ষ জনতার সামনে ১৯ মিনিট ধরে সুরের কণ্ঠ মধুর মত দেয়া ভাষণে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে ছিলেন । সেই সাথে তিনি পাকিস্তানের শোষণকারী শাসকগোষ্ঠীর হাত থেকে দেশকে মুক্ত করতে বাঙালী জাতিকে স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে ছিলেন । বঙ্গবন্ধুর কণ্ঠে ধ্বনিত হয়, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
উক্ত সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাবঃ মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার সদর জনাবঃ শ্রী কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাবঃ মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জনাবঃ মোঃ আবু রাসেল, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ জানাবঃ আবু মোঃজিহাদ ফখরুল আলম খান সহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল স্তরের পুলিশ সদস্যগণ এই সময় উপস্থিত ছিলেন।