জননেতা আলহাজ্ব আব্দুল আলিম স্বপন দীর্ঘ ক্লান্তিহীন যাত্রায় তিনি এখনও অবিচলিত এক লড়াকু যোদ্ধা….
দুর্গম পথ পাড়ি দেওয়া যার মজ্জাগত স্বভাবের অংশ। তার দীর্ঘ ক্লান্তিহীন যাত্রায় তিনি অবিচলিত। অন্তহীন অবিচল ছুটে চলেছেন মুক্তির লড়াইয়ে। সে সাম্যের সমাজ প্রতিষ্ঠায় আপোষহীন শুধু নয়, এক প্রাণবন্ত লড়াকু যোদ্ধা। সুশাসন মানবতার রাষ্ট্র কায়েমের আন্দোলন যতোই দীর্ঘ হোকনা কেন হাতে রয়েছে তার আদর্শের স্ফুলিঙ্গ!
জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলিম স্বপন ভাই কে লাল সালাম।
শ্রদ্ধা অবিরত।