ভেড়ামারা পৌরসভায়
মুজিববর্ষে পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর কর্মসূচির কার্যক্রম উদ্বোধন
মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর কর্মসূচির আওতায় ভেড়ামারা পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মসূচির কার্যক্রম
আজ বুধবার সকাল ৯টায় ভেড়ামারা পৌরভবন থেকে পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল’র সার্বিক তত্বাবধানে সকলের সম্মিলিত অংশগ্রহণে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এসময় অতিথিবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, পৌর কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পৌর ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালীটি সড়ক প্রদক্ষিন করে দক্ষিণ রেলগেইট এলাকায় এসে শেষ হয়। সেখানে কর্মসূচিতে অংশ নেওয়া অতিথিরা ড্রেন পরিস্কারের ফটোসেশান’র মধ্য দিয়ে পরিস্কার কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু,
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া,
ভেড়ামারা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত,
ভেড়ামারা থানার ওসি মোহাম্মদ শাহজালাল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এইচএম নুরুজ্জামান বাবু,
উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী,
পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল।
এছাড়াও প্যানেল মেয়র নাইমুল হক, প্যানেল মেয়র ২ আসাদুজ্জামান টমা, প্যানেল মেয়র-৩ রোকেয়া খাতুন, কাউন্সিলর ফিরোজ আলী মৃধা,
নজরুল ইসলাম নজু, মিজানুর রহমান ডাবলু, সোলাইমান মাস্টার,
আলহাজ্ব মাহবুব আলম বিশ্বাস, খসরুজ্জামান ফারুক,
মেহেদী হাসান সবুজ, রোজী হাসান ও সচিব গোলাম সারোয়ার।
এছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন।
ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল বলেন পৌর এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি চলমান থাকবে।