দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস উদযাপন
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের মহানায়ক স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
দিবসটি উদযাপননের লক্ষ্যে জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮ টায় কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তাগণ বঙ্গবন্ধু’র ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অপরদিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড, এজাজ আহমেদ মামুন।
বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, আওয়ামী লীগ নেতা টিপু নেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা কাওছার আলী, হিসাব উদ্দিন, আব্দুস সোবহান, দৌলতপুর শিক্ষক সমিতির সভাপতি মজিবর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেক। বিকেলে দৌলতপুর শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।