ভেড়ামারায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালিত
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী
ও জাতীয় শিশু দিবসে গতকাল (আজ) বুধবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় আওয়ামী লীগ, জাসদ নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে।
এসময় উপস্থিত ছিলেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানাসহ অনেক।