কুষ্টিয়ার ভেড়ামারায় পৌরসভা ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছে। গতকাল (আজ) শুক্রবার সকালে ভেড়ামারা ডিগ্রি কলেজ মাঠে ভোরের পাখি ক্লাবের উদ্যোগে পৌরসভার নয়টি ওয়ার্ডের অংশগ্রহণে ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট আজ উদ্বোধনের মধ্যে দিয়ে খেলা শুরু হচ্ছে। প্রত্যেকটি ওয়ার্ড একে অপরের সাথে ৮ টি করে খেলা খেলবে। পৌরসভা ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট খেলা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, প্যানেল মেয়র নাইমুল হক। এছাড়াও নয়টি ওয়ার্ডের কাউন্সিলরসহ টুর্নামেন্টে সংশ্লিষ্ট ব্যক্তিরা।