কুমারখালীতে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলন। হুমকিতে আবাসন,
কুমারখালী প্রতিনিধি ঃ
কুষ্টিয়া কুমারখালী উপজেলার যুদবয়রা ইউনিয়নের হাসদিয়া গ্রাম।, লালন আবাসনের সামনে থেকে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে আবাসনের বাঁধের মাটি উত্তোলন করে বিক্রি করছে।
মাটি কাটার বিষয়ে স্থানীয় প্রভাবশালী মাটি ব্যবসায়ী পান্না ও আমিরুল ইসলাম বলেন, তাদের নিজেদের জায়গা থেকে মাটি কেটে ইটের ভাটায় বিক্রি করছি।
আবাসনের পাশে থাকা নদীর নিকটবর্তী রাস্তাঘাট এবং আবাসনের ঘরবাড়ি ভাঙ্গনের মুখে পড়েছে। এ অবৈধ মাটি কাটা প্রশাসনের চোখের সামনে হলেও তারা নিরব রয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, হাসদিয়া গ্রাম লালন আবাসন এলাকা থেকে স্থানীয় প্রভাবশালী মৃত্যু হাতেম আলীর ছেলে সানোয়ার হোসেন পান্না ও আমিরুল ইসলাম, দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি থেকে মাটি বিক্রি করে আসছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, অবৈধভাবে বালু- মাটি উত্তোলন করে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীরা। তারা কাউকেই তোয়াক্কা করছে না।
এই বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজীবুল ইসলাম খান জানান, অবৈধ ভাবে মাটি ও বালি উত্তোলনের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।