জীবননগর থানা পুলিশের অভিযানে ৩০লিটার চুলাই মদ সহ ২জন আটক।
জীবননগর থানার অফিসার ইনচার্জ জানাবঃ মোঃ সাইফুল ইসলামের নির্দেশনায় এস.আই সাজ্জাৎ হোসেন,এস.আই তাইফুজ্জামান, এ.এস.আই মেহেদী হাসান,এ.এস.আই সোহলে রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ০৫/০৪/২০২১ রোজ সোমবার আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটের সময় ৪নং সীমান্ত ইউনিয়ন গঙ্গাদাশপুর গ্রামের প্রাইমারী স্কুলের মাঠ হইতে ৩০লিটার চুলাই মদ সহ ২জন কে আটক করেন জীবননগর থানা পুলিশ। আটককৃতরা হলেন জীবননগর উপজেলাধীন বাঁকা ইউনিয়নের বাঁকা গ্রামের পূর্বপাড়ার শুকুর আলীর ছেলে মন্টু (৪৩) ও জীবননগর পৌরসভার ৭নং ওয়ার্ডের পোষ্ট অফিস পাড়ার পিতা নূরবক্সের ছেলে সুজন (৩০) কে আটক করেন। থানা সুত্রে জানা যায় আটককৃতদের মাদক দ্রব আইনে মামলা সহ আগামী কাল সকালে জেল হাজতে প্রেরণ করা হবে।