লকডাউন এর প্রতিবাদে শৈলকুপায় দোকানদার ও ব্যবসায়ীদের বিক্ষোভ
এইচ,এম ইমরানঃ
ঝিনাইদহের শৈলকুপায় লকডাউন এর প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীরা।
উপজেলার চৌরাস্তা মোড়ে মঙ্গলবার সকালে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় শত শত দোকানদার ও সাধারণ ব্যবসায়ীরা অংশ নিয়ে লকডাউন বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।
মঙ্গলবার শৈলকুপায় বাজারের দিন হওয়ায় ও বিক্ষোভকারীরা রাস্তা বন্ধ করে দেয়ায় চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।
পরে শৈলকুপা পৌর মেয়র কাজী আশরাফুল আজম ও শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে আন্দোলন সাময়িক বন্ধ করে দেয়। সেই সাথে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেন। বিষয়টি নিয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের আশ্বাসও দিয়েছেন।