দৌলতপুরে ৭ ব্যবসায়ীকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত
কুষ্টিয়ার দৌলতপুরে লকডাউনে সরকারি নির্দেশনা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে সাত জনকে ৩ হাজার ৩০০ টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর পৌনে ১টা থেকে দুপুর ২টা ৩০মিনিট পর্যন্ত দৌলতপুর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এ দন্ড করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, লকডাউন চলাকালে উপজেলা বাজার, দৌলতপুর থানা বাজার, রিফাইতপুর বাজার, আল্লারদর্গা বাজার, কল্যানপুর বাজার, তারাগুনিয়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও করোনা স্বাস্থ্য বিধি না মানার দায়ে ১৮৬০ সালের দ: বি: ২৬৯ ধারায় (সংক্রমক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন) সাত জন ব্যবসায়ীকে ৩ হাজার ৩০০ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, লকডাউন চলাকালে সরকারি নির্দেশনা না মানায় সাত জনকে অর্থদন্ড করা হয়েছে। করোনা সংক্রমন রোধে এ অভিযান চলামান থাকবে বলে তিনি উল্লেখ করেন।