সাবেক বন ও পরিবেশমন্ত্রী ও বিএনপি নেতা শাহজাহান সিরাজ মারা গেছেন (ইন্নালিল্লাহে … রাজিউন)। তার মেয়ের জামাই ব্যারিস্টার ওমর সাদাত জানিয়েছেন, শাহজাহান সিরাজ আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেলা সাড়ে ৩টায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি মরনব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন। ১৯৪৩ সালের ১ মার্চ টাঙ্গাইলের কালিহাতীতে জন্মগ্রহণ করেন শাহজাহান সিরাজ
শাহজাহান সিরাজ বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র-রাজনীতিতে উঠে আসলেও স্বাধীনতা পরবর্তি সময়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের রাজনীতি করেন।
জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাতা সহকারী সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ ১৯৯৫ সালে বিএনপিতে যোগ দেন এবং দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। তিনি বিএনপির মনোনয়নে একবার সংসদ সদস্য নির্বাচিত এবং মন্ত্রী হন।
তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন এবং তাঁর আতœার মাগফেরাত ও শান্তি কামনা করেছেন।