ঝিনাইদহে ২ দিনের টানা বৃষ্টিতে বিপর্যন্ত হয়ে পড়েছে জনজীবন। কখন হালকা আবার কখনও ভারি বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে দফায় দফায় এ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে ঝড়ো ও দমকা হাওয়া বয়ে চলেছে।
বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। ঘর থেকে বের হতে না পারায় দিন আনা দিন খাওয়া মানুষগুলোর দুর্ভোগ চরমে পৌঁছেচে। লোকজন তেমন না থাকায় সড়কে যানবাহনের সংখ্যাও কমে গেছে।