ঝিনাইদহ জেলা বিএমএ সভাপতি ও ডাঃ শামীমা সুলতানার স্মামী এবং শামীমা ক্লিনিকের স্বত্তাধিকারী ডাঃ এ বি এম সিদ্দিকুল ইসলাম ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সন্ধায় ঢাকা পপুলার হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। অবসরের আগে তিনি স্বাস্থ্য বিভাগের সাবেক সহকারি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। শুক্রবার বাদ জুম্মা ঝিনাইদহ মুক্তিযোদ্ধা স্মৃতি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে স্থানীয় পৌর গোরস্থানে দাফন করা হয়।